ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২ লাখ টাকা পানির বকেয়া বিল আদায়, সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
২ লাখ টাকা পানির বকেয়া বিল আদায়, সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম: নগরের মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা বকেয়া বিল আদায় করেছেন চট্টগ্রাম ওয়াসার ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিল বকেয়া রাখার অপরাধে তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহার বাংলানিউজকে বলেন, অভিযানে একাধিক গ্রাহকের কাছ থেকে দুই লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে।

পাশাপাশি তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।