ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এনএসআই পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা, যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এনএসআই পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা, যুবক আটক আটক আব্দুল মান্নান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়ার ফিল্ড অফিসার পরিচয় দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রভাব বিস্তারের চেষ্টার দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম আব্দুল মান্নান। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর এলাকার রবিউল আলমের ছেলে।

সোমবার (২৪ জুন) সকালে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে এনএসআই এর জুনিয়ার ফিল্ড অফিসার পরিচয় দিয়ে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করেন আব্দুল মান্নান।

এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হলে মান্নানকে চ্যালেঞ্জ করা হয়।

পরে তাকে পুলিশ ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে মান্নান স্বীকার করেন, তিনি এনএসআই এর ফিল্ড অফিসার নন। তার এলাকার একজন এ পদে কর্মরত রয়েছেন।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, নিজেকে এনএসআই অফিসার পরিচয় দিয়ে হাসপাতালে প্রভাব বিস্তারের চেষ্টা চালায় এক যুবক। তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।