ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টাইগারপাসে চসিকের অস্থায়ী প্রশাসনিক কার্যালয় উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
টাইগারপাসে চসিকের অস্থায়ী প্রশাসনিক কার্যালয় উদ্বোধন সড়ক উন্নয়নকাজের অনুমোদন দিয়ে অস্থায়ী কার্যালয়ে প্রথম কর্মদিবস শুরু করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২৩ জুন) সকালে টাইগারপাসে বিন্নাঘাস প্রকল্প সংলগ্ন চসিকের অস্থায়ী কার্যালয়ে পৌঁছলে চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং চসিকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

>> টাইগারপাসে চসিক কার্যালয় স্থানান্তর শুরু

কার্যালয় ফটক থেকে তিনি সরাসরি প্রথম তলায় অবস্থিত কনফারেন্স হলের পূর্ব নির্ধারিত দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন।

এরপর মেয়র দোতলায় নিজের দপ্তরে যান এবং লালখান বাজার ওয়ার্ডের কয়েকটি সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়নের অনুমোদনের মধ্য দিয়ে কর্মদিবস শুরু করেন।

এ সময় তিনি চট্টগ্রাম নগরকে একটি পরিবেশবান্ধব বিশ্বমানের নগর প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad