ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ২২, ২০১৯
চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২ গ্রেফতার ২ প্রতারক

চট্টগ্রাম: কখনও পুলিশের বড় কর্তা আবার কখনও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল সংঘবদ্ধ প্রতারক চক্র। অবশেষে শেষ রক্ষা হলো না তাদের।

নগর গোয়েন্দা পুলিশের অভিযানে শুক্রবার (২১ জুন) দুপুর পৌনে ২টার দিকে গ্রেফতার করা হয়েছে এই চক্রের ২জন সদস্যকে।

তারা হলেন- হাটহাজারীর ভবানীপুরের চিরঞ্জিব দাশ প্রকাশ রঞ্জিব (৫৬) ও কুমিল্লার চণ্ডীপুরের দুলাল আহম্মেদ (৫৫)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে একেক সময় একেক নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। মো. সুজন (২২) নামে এক প্রতারিত ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে চকবাজার থানাধীন গুলজার টাওয়ারের সামনে থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন জানান, দুলাল আহম্মেদ পুলিশের আর.ও শাহ আলম নামে প্রতারণার কথা স্বীকার করেছে। এই চক্রের সদস্য দেওয়ান বাজার এলাকার খোরশেদ (৪০) ও সজল (৩৫) সহ আরও কয়েকজন পলাতক রয়েছে। তারা এসআই, কনস্টেবল পদে এবং বিভিন্ন সরকারি অফিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছে।

চাকরি প্রত্যাশী অনেক শিক্ষার্থী ও তাদের পরিবার এদের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।