bangla news

বিএনপি নেতার বাসায় ছাত্রদল সভাপতির নেতৃত্বে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৯ ১১:১২:২৪ পিএম
হামলার দৃশ্য

হামলার দৃশ্য

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আনোয়ারের বাসায় নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ’র নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ জুন) বিকেলে নগরের চান্দগাঁও থানার কে বি আমান আলী রোডের মনোরমা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল আনোয়ার অভিযোগ করেন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতের নির্দেশে তার বাসায় এই হামলা করা হয়। হামলায় অংশ নিয়েছেন নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ’র নেতৃত্বে ১০-১২জন ছাত্রদল নেতাকর্মী। ছোড়া ইটের আঘাতে বাসার তিনটি জানালার গ্লাস ভেঙে যায়। এসময় পরিবারের তিনজন সদস্য আহত হন বলে অভিযোগ করেন নুরুল আনোয়ার।

নুরুল আনোয়ার বাংলানিউজকে বলেন, দক্ষিণ জেলা বিএনপির এক সভায় কমিটি গঠনে শাহাদাত হস্তক্ষেপ করায় তার বিরুদ্ধে বক্তব্যে কিছু কথা বলি। এতে আমার উপর ক্ষুব্ধ হন শাহাদাত। সেই ঘটনার জেরে দুপুরে আমাকে কল করে মেরে ফেলার হুমকি দেয় শাহাদাত। পরে বিকেলে তার নির্দেশে আমার বাসায় হামলা করা হয়।

এ ঘটনায় শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নুরুল আনোয়ার।

হামলার বিষয়ে জানতে শাহাদাত ও গাজী সিরাজ উল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে বলেন, ‘এখনও আমরা কোনো অভিযোগ পাইনি। তবে হামলার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯

জেইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম বিএনপি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-06-19 23:12:24