ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বেড়িবাঁধ পরিদর্শন করলেন এনামুল হক শামীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
সীতাকুণ্ডে বেড়িবাঁধ পরিদর্শন করলেন এনামুল হক শামীম ...

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া এলাকায় বেড়িবাঁধ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বুধবার (১৯ জুন) সকালে সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ উপকূলীয় অঞ্চলে ভাঙন প্রতিরোধ, পানি নিষ্কাশন এবং সেচ ব্যবস্থা উন্নয়নে কাজের অগ্রগতি জানতে পরিদর্শনে যান তিনি।

এ সময় এ কে এম এনামুল হক শামীম প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

উপকূলীয় অঞ্চলে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়েরর সচিব মো. রোকন উদ-দৌলা, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।