ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যালয় কক্ষে নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
বিদ্যালয় কক্ষে নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রাম: রাউজানের উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয় থেকে জাহাঙ্গীর আলম (৫৮) নামে এক নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ জুন) সকালে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম উত্তর সর্তার মফিজুর রহমানের ছেলে।

তিনি উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) টুটুল মজুমদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতর থেকে নৈশ প্রহরী জাহাঙ্গীর আলমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার গলায় আঘাতের চিহ্ন ছিল। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই টুটুল মজুমদার।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।