ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চোরাই রফতানি পণ্যসহ গ্রেফতার ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
চোরাই রফতানি পণ্যসহ গ্রেফতার ৬ ৪ হাজার ৩২০ পিস গার্মেন্টসের জ্যাকেটসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম: রফতানির জন্য তৈরি করা ৪ হাজার ৩২০ পিস গার্মেন্টসের জ্যাকেটসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) বায়েজিদ এলাকার আমিন জুট মিলের উত্তর গেট সংলগ্ন ২ নম্বর গলির হক ফুড এজেন্সির গোডাউন থেকে এসব চোরাই পণ্য উদ্ধার করে ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছয়জন হলেন- মো. সাহাদাত হোসেন (২৮), মো. ওবায়দুল হক (৩৭), মো. সোহাগ হোসেন (৩২), মো. সিরাজ মিয়া (২৮), ড্রাইভার রুবেল হোসেন (২২) ও মো. সুমন (৩০)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ বাংলানিউজকে বলেন, রফতানির জন্য তৈরি করা গার্মেন্টসের পণ্য চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪ হাজার ৩২০ পিস চোরাই জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বন্দরে ঢোকার আগে কাভার্ডভ্যান থেকে কৌশলে এসব পণ্য চুরি করে তারা। পরে এসব পণ্য বিক্রি করে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।