ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্ববিদ্যালয় পরিচালনায় সহযোগিতা চাইলেন শিরীণ আখতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
বিশ্ববিদ্যালয় পরিচালনায় সহযোগিতা চাইলেন শিরীণ আখতার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা চাইলেন উপাচার্যের রুটিন দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. শিরীণ আখতার।

মঙ্গলবার (১৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট ও অধিভুক্ত মেডিকেল কলেজের ডিনদের সঙ্গে মতবিনিময় সভায় এ সহযোগিতা চান তিনি।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সততার সঙ্গে উপ-উপাচার্য দায়িত্ব পালন করায় সরকার  এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব দিয়েছেন।

 এটি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের।  
উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন সময়ে বিভিন্ন পর্ষদ থেকে যেভাবে সহযোগিতা পেয়েছি, ঠিক একইভাবে এখনও আশা করি সহযোগিতা পাব।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।