![]() প্রণব মিত্র চৌধুরী |
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বর্তমান সিনিয়র সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।
মঙ্গলবার (১৮ জুন) থেকে প্রক্টরের দায়িত্ব পালন করবেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেএম নুর আহমদ বাংলানিউজকে বলেন, বর্তমান প্রক্টর আলী আজগর চৌধুরীর মেয়াদ শেষ হওয়ায় চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও বর্তমান সিনিয়র সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রক্টররিয়াল বডির অন্যান্য সদস্যরাও পরবর্তী প্রক্টর না আসা পর্যন্ত বহাল থাকবেন।
বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
জেইউ/টিসি