ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাদার্ন প্রতিনিধিদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাদার্ন প্রতিনিধিদের সাক্ষাৎ ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান সাদার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল।

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল।

সোমবার (১৭ জুন) সকাল ১১টায় ইউজিসি কার্যালয়ে সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করে নতুন দায়িত্বপ্রাপ্তিতে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন  জানান।

এসময় ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান ও রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ড. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে প্রতিনিধি দলের সদস্যরা ইউনিভার্সিটির বিভিন্ন বিষয় নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন এবং তাকে সাদার্ন ইউনিভার্সিটিতে আসার আমন্ত্রণ জানান। ইউজিসি চেয়ারম্যান ইউনিভার্সিটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরে সাদার্ন প্রতিনিধি দল পুনরায় দায়িত্বপ্রাপ্ত ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, নতুন সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।