ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অতিরিক্ত ভাড়া আদায়ে প্রতিবাদ করায় ছাত্রকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
অতিরিক্ত ভাড়া আদায়ে প্রতিবাদ করায় ছাত্রকে মারধর

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতিরিক্ত ভাড়া আদায়ে প্রতিবাদ করায় সাদাত হোসাইন নামে এক ছাত্রকে মারধর করেছে এক অটোরিকশা চালক।

এ ঘটনায় সোমবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্র।

অভিযোগপত্রে সাদাত হোসাইন জানান, রবিবার (১৬ জুন) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ক্যাম্পাসে যান সাদাত।

এসময় নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেন অটোরিকশা চালক। এর প্রতিবাদ জানালে ওই অটোরিকশা চালক তাকে মারধর করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বাংলানিউজকে বলেন, সাদাত নামে এক ছাত্রকে মারধর করার একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অটোরিকশা চালকদের ডাকা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িত অটোরিকশা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।