ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৪৮ ঘণ্টা পর আলাদা হলো ‘মহানন্দা’ ও ‘বুরগান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
৪৮ ঘণ্টা পর আলাদা হলো ‘মহানন্দা’ ও ‘বুরগান’ ‘এমভি এক্সপ্রেস মহানন্দা’ ও ‘এমটি বুরগান’

চট্টগ্রাম: পতেঙ্গায় কর্ণফুলী নদীতে সংঘর্ষের পর কনটেইনারবাহী জাহাজ ‘এমভি এক্সপ্রেস মহানন্দা’ ও অয়েল ট্যাংকার ‘এমটি বুরগান’ একটির সঙ্গে অন্যটি আটকে যাওয়ার ৪৮ ঘণ্টা পর আলাদা করেছে চট্টগ্রাম বন্দরের নৌ-প্রকৌশল বিভাগ।

শুক্রবার (১৪ জুন) এ দুর্ঘটনা ঘটে। এরপর জাহাজ দুইটি শক্তিশালী ৬টি টাগবোটের সাহায্যে কাছে ৭ নম্বর ডলফিন অয়েল জেটিতে নিয়ে যাওয়া হয়।

রোববার (১৬ জুন) সকাল আটটার দিকে জাহাজ দুইটি পৃথক করতে সক্ষম হন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শফিউল বারী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার তত্ত্বাবধানে বন্দরের নৌ-প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জটিলভাবে আটকে যাওয়া জাহাজ দুইটি পৃথক করেছেন। কনটেইনারবাহী জাহাজটি আনলোডের জন্য আজই জিসিবি-১২ বার্থে নিয়ে যাওয়া হবে। অয়েল ট্যাংকারটি মেরামত শেষে কুয়েতের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।