ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পারকি সৈকতে নেমে ভেসে গেল স্কুলছাত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, জুন ১৫, ২০১৯
পারকি সৈকতে নেমে ভেসে গেল স্কুলছাত্র

চট্টগ্রাম: আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ মিনহাজ (১৪) নামে এক স্কুলছাত্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে।

শনিবার (১৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মিনহাজ ফটিকছড়ির ধর্মপুর এলাকার মো. আলীর ছেলে।

সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

আনোয়ারা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দুলাল মিত্র বাংলানিউজকে জানান, সকালে স্কুল বন্ধুদের সঙ্গে ঘুরতে ফটিকছড়ি থেকে পারকি সমুদ্র সৈকতে আসে মিনহাজ।

সৈকতে গোসল করতে নেমে হঠাৎ জোয়ারের পানিতে ভেসে যায় সে।

তিনি জানান, মিনহাজকে খুঁজতে শহর থেকে তিনজন ডুবুরি আনা হয়েছে। বিকেল তিনটা থেকে সাগরে মিনহাজের খোঁজে অনুসন্ধান চালাচ্ছেন তারা। বিকেল ৪টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বাংলানিউজকে জানান, ভেসে থাকা একটি জাহাজের পাশে গোসল করতে নামে ওই শিক্ষার্থী। জোয়ার থাকায় পানির স্রোতে ভেসে যায় সে। তাকে উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দিচ্ছি আমরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।