ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সম্মাননা পেলেন বাংলানিউজের সিফাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
সম্মাননা পেলেন বাংলানিউজের সিফাত অতিথিরা সম্মাননা পদক তুলে দেন।

চট্টগ্রাম: স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রতিবেদন করায় সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট সিফায়াত উল্লাহ সিফাত।

এ ছাড়া মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে কার্যকরী ভূমিকা রাখায় কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, সামাজিক সংগঠন চারুলতা, বিদ্যানন্দ এবং নির্বাচিত রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নগরের লায়ন্স চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনায় সভায় অতিথিরা সম্মাননা পদক তুলে দেন।

রক্তাদাতাদের সংগঠন ‘কণিকা’ এ অনুষ্ঠানের আয়োজক।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে সিফায়াত উল্লাহ বলেন, ‘চট্টগ্রামের জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা সুযোগ-সুবিধা কম।

এখানে বিশেষায়িত কোনো হাসপতাল নেই। সব রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভর করতে হয়। ফলে অনেক মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পেশাগত দায়িত্ব পালনকালে এ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। ’

আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রক্তরোগ বিভাগের অধ্যাপক ডা. শাহেদ আহমদ চৌধুরী, মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারি অধ্যাপক সাঈদ আহসান খালিদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ চৌধুরী ফরিদ, ওয়েলকাস্ট গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আরিফ হাসনাইন, কণিকার প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল্লাহ মুনির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।