ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৬০ হাজার দিরহাম ও ৩০০ ডলারসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
৬০ হাজার দিরহাম ও ৩০০ ডলারসহ যাত্রী আটক আটক মো. জহুর আলম।

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ হাজার দিরহাম এবং ৩০০ ইউএস ডলারসহ সারজাহগামী এক যাত্রীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বিভাগ।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার-ই- জামান বাংলানিউজকে জানান, মো. জহুর আলম নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ায় শুক্রবার সকাল সাড়ে ৯টার জি ৯-৫২২ ফ্লাইটে সারজাহ যাওয়ার কথা ছিল। সকাল আটটার দিকে দ্বিতীয় স্ক্যানিং চেকিংয়ের সময় তার ব্যাগে এই মুদ্রা পাওয়া যায়।

তিনি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের চিকনদণ্ডী গ্রামের রুস্তম আলীর ছেলে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে বিদেশি মূদ্রা পাচার আইনে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।