bangla news

কৃত্রিম উপায়ে ফোটানো হলো অজগরের ২৬টি বাচ্চা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৩ ১:০০:০৮ পিএম
ইনকিউবেটরে ফোটানো অজগরের ২৬টি বাচ্চা।

ইনকিউবেটরে ফোটানো অজগরের ২৬টি বাচ্চা।

চট্টগ্রাম: দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ইনকিউবেটরে অজগরের ২৬টি বাচ্চা ফোটানো হয়েছে।

দুই মাস আগে চিড়িয়াখানার একটি অজগর ৩৫টি ডিম পাড়ে। প্রথমে ডিমগুলো মায়ের কাছে ছিল। কিন্ত অত্যধিক গরম, ঝড় বৃষ্টিতে ডিমগুলো একে একে নষ্ট হতে দেখে হাতে তৈরি ইনকিউবেটরে তুলে আনেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

সঠিক তাপমাত্রায় পরিচর্যার পর বুধবার (১২ জুন) অজগরের ডিম ফুটে বাচ্চা বেরোতে থাকে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর পর্যন্ত ডিম থেকে বেরোয় ২৬টি বাচ্চা।

ডা. শুভ বাংলানিউজকে বলেন, এ উদ্যোগ অজগর সংরক্ষণে মাইলফলক হয়ে থাকবে। দেশে হয়তো প্রথম অজগরের ডিম থেকে কৃত্রিম উপায়ে আমরাই বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি।

তিনি সাপের বাচ্চাগুলো প্রাকৃতিক বন বা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান।

চট্টগ্রাম চিড়িয়াখানায় দুর্লভ সাদা বাঘ, জেব্রা, সিংহ, হরিণ, ভালুক, বানর, কুমিরসহ অর্ধশতাধিক প্রজাতির পশুপাখি রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এআর/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-13 13:00:08