ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এমএ হান্নানের অবদান স্মরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩১, জুন ১৩, ২০১৯
এমএ হান্নানের অবদান স্মরণ এমএ হান্নানের কবরে শ্রদ্ধা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কালুরঘাট বেতারকেন্দ্রে স্বাধীনতার ঘোষণা পাঠকারী এমএ হান্নানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগ নেতারা।

বুধবার (১২ জুন) নগরের স্টেশন রোডের চৈতন্যগলি বাইশ মহল্লা কবরস্থানে অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ হান্নানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জেয়ারত করেন নেতারা।

ফুল দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ।

তিনি কবর জেয়ারত শেষে স্বাধীনতা সংগ্রামে প্রয়াত এমএ হান্নানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম ফারুক, কার্যনির্বাহী সদস্য আবুল মনছুর, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, নিছার উদ্দিন আহমদ মনজু ও শেখ শহীদুল আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুন ১২, ২০১৯ঃ
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।