ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম আদালত ভবনে নিরাপত্তা জোরদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুন ১১, ২০১৯
চট্টগ্রাম আদালত ভবনে নিরাপত্তা জোরদার আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা তল্লাশি চলছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালত ভবনে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। চলছে তল্লাশি। শিথিল করা হয়েছে গাড়ি ও সাধারণ মানুষের চলাচল।

মঙ্গলবার (১১ জুন) সকাল থেকে কোর্ট হিলের প্রবেশ মুখ ও আদালত ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাবের টিমও রয়েছে আদালত ভবন এলাকায়।

 

পু্লিশ ও আদালত সূত্রে জানা যায়, কারাগারে বন্দি ১৮ জঙ্গিকে বিভিন্ন মামলায় নিয়মিত হাজিরার জন্য আদালত ভবনে নিয়ে আসা হয়েছে। জঙ্গিদের হাজিরাকে কেন্দ্র করে মূলত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সতর্কতা অবলম্বনে তল্লাশি চালানো হচ্ছে।

আদালতে হাজির করা হয় জঙ্গিদের।  ছবি: বাংলানিউজচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বাংলানিউজকে বলেন, আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা তল্লাশি চলছে। গাড়ি ও সাধারণ মানুষের প্রবেশ শিথিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।