ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিসি রোডে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করবে চসিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জুন ১০, ২০১৯
পিসি রোডে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করবে চসিক বড়পোল সড়কদ্বীপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের জায়গা পরিদর্শন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগরের গুরুত্বপূর্ণ পোর্ট কানেকটিং (পিসি) সড়কের বড়পোল সড়কদ্বীপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১০ জুন) চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন ম্যুরালের জায়গা পরিদর্শন করেছেন।

এ সময় মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম শুরুর নির্দেশ দেন।

চসিক ৪৬তম সাধারণ সভায় এ সডকের নিমতলা থেকে অলংকার মোড় পর্যন্ত ৫ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এবং ১২০ ফুট প্রশস্ত সড়কটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ এবং বড়পুল জংশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নেয়।

ম্যুরালের জায়গা পরিদর্শনের আগে মেয়র আগ্রাবাদের বেপারী পাড়া কাঁচাবাজার পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনার সুবিধার্থে বেপারী পাড়ায় চসিকের নিজস্ব জায়গার ওপর বহুতল স্থায়ী কাঁচাবাজার নির্মাণের ঘোষণা দেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এইচএম সোহেল, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, টিআইসির পরিচালক আহমেদ ইকবাল হায়দার, চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম ও আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।