ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে জাহাজের হ্যাজে পড়ে শ্রমিক গুরুতর আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুন ১০, ২০১৯
বন্দরে জাহাজের হ্যাজে পড়ে শ্রমিক গুরুতর আহত

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় ওয়্যার (রশি) ছিঁড়ে মো. সোহাগ নামের এক শ্রমিক জাহাজের হ্যাজে (খোপে) পড়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ জুন) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, জাহাজের কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় রশি ছিঁড়ে একটি কনটেইনার কাত হয়ে গেলে এঅ্যান্ডজে এন্টারপ্রাইজের ল্যাসিং শ্রমিক মো. সোহাগ জাহাজের হ্যাজে পড়ে যান।

কনটেইনারটি কাত গহ এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহাগের গ্রামের বাড়ি নোয়াখালী। তার বাবার নাম সফিউল্লাহ।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, এনসিটি-২ বার্থে কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় আহত মো. সোহাগকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।