ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে মানববন্ধনের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ১০, ২০১৯
কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে মানববন্ধনের ডাক

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকদের পদোন্নতি হলেও কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি না হওয়ায় মানববন্ধনের ডাক দিয়েছে চবি কর্মচারী সমিতি।

মঙ্গলবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনের ডাক দেন তারা।

কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, তিন বছর ধরে প্রশাসন আশ্বাস দিয়ে আসছে।

কিন্তু এখনও পর্যন্ত পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পদোন্নতি হচ্ছে।
সর্বশেষ আগামি ১৩ জুন সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও সেটিও বাতিল করা হয়েছে। ফলে অনিশ্চয়তার মধ্যে আছি আমরা। তাই কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, আমি তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad