ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, আসামি ‘বন্দুকযুদ্ধে’ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ১০, ২০১৯
ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, আসামি ‘বন্দুকযুদ্ধে’ আহত

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. জসিম প্রকাশ পানি জসিম (৪০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছে।

সোমবার (১০ জুন) ভোররাতে বায়েজিদ বোস্তামি থানার চৌধুরীনগর চন্দ্রনগর পাহাড়ে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার।

জসিমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।

তিনি বায়েজিদ এলাকার বাসিন্দা। বায়েজিদ এলাকায় জমি দখল চক্রের সক্রিয় সদস্য পানি জসিম।
স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তিনি বায়েজিদ এলাকায় জমি দখল ও চাঁদাবাজি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. জসিম প্রকাশ পানি জসিমকে রোববার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে চাঁন্দগাও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

‘পরে রাত আড়াইটার দিকে জসিমের স্বীকারোক্তি অনুযায়ী চন্দ্রনগর পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে গেলে জসিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি ধামা, একটি কিরিচ ও ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানান ওসি আতাউর রহমান খোন্দকার।

গত ১৩ মে বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারসহ পুলিশের ওপর হামলা করে পানি জসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়। ভাঙচুর করা হয় ম্যাজিস্ট্রেটের গাড়ি। পরে এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় মো. জসিম প্রকাশ পানি জসিমকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।

পানি জসিমের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা পরিত্রান তালুকদার।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।