ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদ শুভেচ্ছা বিনিময় মেয়র নাছিরের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুন ৯, ২০১৯
ঈদ শুভেচ্ছা বিনিময় মেয়র নাছিরের ঈদের পর প্রথম কর্মদিবসে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: ঈদের পর প্রথম কর্মদিবসে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ শাহেদ ইকবাল বাবু, মোহাম্মদ মোবারক আলী চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবু সাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংবাদিক মোশারফ হোসেন, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, উপ-পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, চসিক সিবিএ সভাপতি ফরিদ আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাশ ও সহ সাধারণ সম্পাদক রতন দত্ত।  

লালখান বাজার আওয়ামী লীগ

লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রোববার (৯ জুন) দুপুরে চসিক মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বক্তব্য দেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, সাবেক সাধারণ সম্পাদক আবছার উদ্দিন সেলিম, এমএ কাদের, তৌহিদ আজিজ, এনামুল হক বকুল, আনিসুর রহমান, মাঈন উদ্দীন হানিফ, খুলশী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন প্রমুখ।

মেয়র আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করে প্রধানমন্ত্রীর ভিশন তথা মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।