ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ হাজার ইয়াবাসহ বাসচালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুন ৯, ২০১৯
১০ হাজার ইয়াবাসহ বাসচালক গ্রেফতার ইয়াবাসহ গ্রেফতার আলিফ পরিবহনের বাসচালক মো. আবদুর রশিদ।

চট্টগ্রাম: বাসের ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে কক্সবাজার থেকে বগুড়া নিয়ে যাওয়ার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবদুর রশিদ জিলাদার (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু্লিশ।

রোববার (৯ জুন) ভোররাতে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রশিদ জিলাদার বগুড়া জেলার কাহারু পাইকর এলাকার দিরাজ উদ্দিন জিলাদারের ছেলে।

তিনি বাসচালক বলে জানিয়েছে পু্লিশ।

ইয়াবা পাচারে ব্যবহৃত আলিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পু্লিশ।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বাংলানিউজকে জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া যাচ্ছিল আলিফ পরিবহনের বাসটি। বাসের ড্রাইভিং সিটের নিচে কৌশলে লুকানো ছিল ১০ হাজার পিস ইয়াবা। বাসচালক আবদুর রশিদ জিলাদারকে গ্রেফতার করা হয়েছে।

মোমিনুল হাসান জানান, ইয়াবা পাচারের জন্য আলিফ পরিবহনের বাসটি ব্যবহার করা হতো। কোনো যাত্রী না নিয়ে রিজার্ভ লেখা স্টিকার লাগিয়ে ইয়াবা নিয়ে যাওয়া হতো ওই বাসে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।