ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি মদসহ গ্রেফতার যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, জুন ৬, ২০১৯
বিদেশি মদসহ গ্রেফতার যুবক বিদেশি মদসহ গ্রেফতার যুবক

চট্টগ্রাম: নগরের জিইসি মোড় এলাকা থেকে ২৪ বোতল বিদেশি মদসহ মো. আবদুল মান্নান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (০৬ জুন) ভোররাতে জিইসি মোড় মেরিডিয়ান হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ।

গ্রেফতার মো. আবদুল মান্নান লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরভুতা এলাকার আবদুল হামিদের ছেলে।

তিনি চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ের মুহুরীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

মির্জা সায়েম মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় মেরিডিয়ান হোটেলের সামনে অভিযান চালিয়ে মো. আবদুল মান্নানকে ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আবদুল মান্নান মদগুলো ইপিজেডের সল্টগোলা ক্রসিং এলাকা থেকে সংগ্রহ করেছেন বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।