ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিষ্টি-হালুয়া তৈরিতে কাপড়ের রং!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুন ৪, ২০১৯
মিষ্টি-হালুয়া তৈরিতে কাপড়ের রং! অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে কনক মিষ্টান্ন ভাণ্ডার নামে একটি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় মিষ্টি-হালুয়া তৈরিতে কাপড়ের রং ব্যবহার, ১ সপ্তাহ আগের রান্না করা বাসি হালিম এবং মেয়াদহীন রসমালাই বিক্রির দায়ে দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (০৪ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে কনক মিষ্টান্ন ভাণ্ডারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে দোকানি কনক সওদাগরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে উপজেলার কয়েকটি বিউটি পার্লারকে মেয়াদহীন প্রসাধনী ব্যবহার না করতে সতর্ক করা হয়। এছাড়াও ২ হাজার ৮৫০ টাকায় পাঞ্জাবি কিনে ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করায় দোকানিকে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।