ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদ উপলক্ষে চমেক হাসপাতালে কন্ট্রোল রুম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জুন ৩, ২০১৯
ঈদ উপলক্ষে চমেক হাসপাতালে কন্ট্রোল রুম

চট্টগ্রাম: ঈদুল ফিতরের ছুটিতে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কন্ট্রোল রুম চালু করছে কর্তৃপক্ষ।

সেবাগ্রহীতাদের অভিযোগ গ্রহণের জন্য হাসপাতালের প্রশাসনিক ব্লকে এ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

কন্ট্রোল রুমে কথা বলতে ৬৩০১৭৬ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

পাশাপাশি সরাসরি গিয়েও অভিযোগ জানাতে পারবেন সেবাগ্রহীতারা।

মঙ্গলবার (৪ জুন) থেকে কন্ট্রোল রুম থেকে সেবা মিলবে।

চমেক হাসপাতাল উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বাংলানিউজকে বলেন, রোগী ও স্বজনদের অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তিনদিন এ কন্ট্রোল রুম চালু থাকবে।

উল্রেখ, এক হাজার ৩১৩ শয্যার চমেক হাসপাতালে দুই থেকে আড়াই হাজার রোগী নিয়মিত ভর্তি থাকেন। এ ছাড়া প্রতিদিন ছয়শ থেকে নয়শ রোগী জরুরি চিকিৎসাসেবা নিতে আসেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।