ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনগণের জানমালের নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর: নওফেল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মে ৩১, ২০১৯
জনগণের জানমালের নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর: নওফেল ঈদসামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, জনগণের ক্ষতি হবে এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

যারা পেশি নির্ভর রাজনীতিতে বিশ্বাস করেন তারা সাবধান হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (৩০ মে) নগরের লালখান বাজার শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মো. বেলালের সহযোগিতায় অসহায় ব্যক্তিদের মদ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল মতিঝর্নায় উচ্ছেদ প্রসঙ্গে বলেন, কোনো সুবিধাবাদী  চক্রের প্রলোভনে পা দেবেন না। পাহাড়ের ঝূঁকিপূর্ণ পাদদেশে যারা বসবাস করেন প্রশাসন যেন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে মূল্যবান প্রাণহানি রোধে নিরাপদ স্থানে সরিয়ে নেবেন।

নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মো. বেলালের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা শেখ মহিউদ্দিন বাবুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মানস রক্ষিত, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শওকত হোসাইন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।