ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিসহ গ্রেফতার চার ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ২৯, ২০১৯
ছুরিসহ গ্রেফতার চার ছিনতাইকারী

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন নতুন রেল স্টেশন এলাকা থেকে ছুরিসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) ভোরে নতুন রেল স্টেশন সংলগ্ন গণশৌচাগারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলো- মো. তুহিন (২৭), মো. সাইফুল ইসলাম সুমন (৩২), মো. মোক্তার হোসেন প্রকাশ মোক্তার (৩৬) ও মো. আবির হোসেন (১৪)।

তাদের কাছ থেকে দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে সক্রিয় হয়েছে এসব ছিনতাইকারী চক্র। শপিং করতে আসা মানুষকে টার্গেট করে টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার জন্য সুযোগের অপেক্ষায় থাকে তারা। ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ২৯, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।