ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফাঁকা কাউন্টার: চার ঘণ্টায় বিক্রি ২টি টিকিট 

জমির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ২৭, ২০১৯
ফাঁকা কাউন্টার: চার ঘণ্টায় বিক্রি ২টি টিকিট  বাস কাউন্টারে একেবারে ফাঁকা দেখা গেছে। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড। শ্যামলী, সৌদিয়া, হানিফ, ইউনিকসহ কয়েকটি পরিবহনের বাস কাউন্টার। সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত চার ঘণ্টায় কোনো কাউন্টারে একটি, কোনো কাউন্টারে ২টি আর কোনো কোনো কাউন্টারে একটি টিকিটও বিক্রি হয়নি।

সবচেয়ে বেশি যে দুটি টিকিট বিক্রি হয়েছে তা শ্যামলী পরিবহনে। একটি টিকিট বিক্রি হয়েছে ইউনিক পরিবহনে আর সৌদিয়া পরিবহনের একটিও না।

২ জুন থেকে ৪ জুনের ননএসির টিকিট এখনও ফাঁকা।

বাস কাউন্টারে অলস সময় পার করছেন কর্মকর্তারা।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/bg-420190527134716.jpg" style="margin-bottom:1px; margin-top:1px; width:100%" />শ্যামলী পরিবহনের কাউন্টারে দায়িত্বরত পরিমল বাংলানিউজকে বলেন, অন্য ঈদের তুলনায় এই ঈদে যাত্রী একেবারে ফাঁকা। এখনও ২ থেকে ৪ জুনের টিকিট পাওয়া যাচ্ছে। অন্যসময়ে টিকিট খালি থাকে না। আরও কয়েকদিন পর যাত্রী বাড়তে পারে। তখন হয়-তো টিকিট বিক্রি হবে।

তিনি জানান, শ্যামলী পরিবহনে ২ থেকে ৪ জুন প্রতিদিন ৩০ থেকে ৪০টি বাস চট্টগ্রাম ছেড়ে যাবে।

ননএসির টিকিট ফাঁকা থাকলেও এসি বাসের টিকিট তুলনামূলক বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা।

বাস কাউন্টারে একেবারে ফাঁকা দেখা গেছে।  ছবি: উজ্জ্বল ধরনগরের গরিবউল্লাহ শাহ মাজার সংলগ্ন এসি বাস কাউন্টারে দেখা যায়, ননএসি বাসের মতো এখানেও কাউন্টার ফাঁকা। তবে বিকেলে ও সন্ধ্যার পর কিছু কিছু টিকিট বিক্রি হয় বলে জানান সোহাগ পরিবহনের কর্মকর্তা কাইয়ুম গাজী।

তিনি বলেন, আমাদের পরিবহনে ৩ ও ৪ জুনের টিকিট প্রায় বিক্রি হয়েছে। এখনও যে সিটগুলো খালি আছে তা শেষের দিকের। এগুলোও কয়েকদিন পর বিক্রি হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশিরভাগ টিকিট অনলাইনে নিয়ে নেন যাত্রীরা। এজন্য কাউন্টারে যাত্রী কম আসেন।

বাস কাউন্টারে একেবারে ফাঁকা দেখা গেছে।  ছবি: উজ্জ্বল ধরপরিবারের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম থেকে নরসিংদী যাবেন নগরের চকবাজার এলাকার বাসিন্দা আবুল কালাম। ঈদের আগের দিন মহানগর এক্সপ্রেসে করে যাওয়ার ইচ্ছে ছিল তার। কিন্তু চট্টগ্রাম স্টেশনে গিয়ে দেখেন ঈদের আগে এ ট্রেনের কোনো টিকিটই নেই। নিরুপায় হয়ে তিনি  এসি বাসে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আবুল কালাম বলেন, আমার আত্মীয় কয়েকজন ট্রেনের টিকিট পেয়েছেন। আমিও পেতাম, কিন্তু অগ্রিম টিকিট দেওয়ার শেষের দিন দেরি করে কাউন্টারে যাওয়ায় টিকিট পাইনি। ট্রেনের টিকিট না পাওয়ায় মুলত বাসে করে যাওয়া।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।