ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ডিম ছেড়েছে মা-মাছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, মে ২৬, ২০১৯
হালদায় ডিম ছেড়েছে মা-মাছ শনিবার হালদায় নমুনা ডিম সংগ্রহ করা হয়। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে প্রায় ৮ হাজার কেজি ডিম সংগ্রহ করেছেন সংগ্রহকারীরা।

শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ডিমের দেখা পান সংগ্রহকারীরা। এর আগে সকাল ৯টায় ‘নমুনা ডিম’ সংগ্রহ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলানিউজকে বলেন, হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ। রাত সাড়ে ৯টা থেকে হালদার বিভিন্ন অংশে ডিম সংগ্রহ চলছে।

তিনি বলেন, প্রায় ৪০০ ডিম সংগ্রহকারী রয়েছেন। তারা সবাই ডিম সংগ্রহ করছেন। প্রত্যেকে ১৫-১৬ কেজি করে ডিম ইতোমধ্যে সংগ্রহ করেছেন। কেউ কেউ এর চেয়ে বেশিও করেছেন। দুই ঘণ্টার মধ্যে প্রায় ৮ হাজার কেজির মতো ডিম সংগ্রহ হয়েছে।

এর আগে ডিম ছাড়ার খবর পেয়ে খলিফার ঘোনা, রামদাশ মুন্সির হাট থেকে মদুনাঘাট পর্যন্ত ডিম সংগ্রহ করা শুরু করেন সংগ্রহকারীরা।

হালদার মা-মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপের কারনে বেশি ডিম সংগ্রহ করা সম্ভব হবে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন জানান, ড্রেজার দিয়ে হালদা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অবৈধ জাল ও ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে। হালদা নদীতে নিয়মিত মনিটরিং করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।