ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ গ্রেফতার ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, মে ২৫, ২০১৯
অস্ত্রসহ গ্রেফতার ছিনতাইকারী গ্রেফতার ছিনতাইকারী

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানাধীন শুভপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আবদুল আলিম প্রকাশ আবদুল হালিম প্রকাশ বাল্লাইয়া (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

শুক্রবার (২৪ মে) তাকে গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা।

আবদুল আলিম প্রকাশ আবদুল হালিম প্রকাশ বাল্লাইয়া সদরঘাট থানার মাদারবাড়ি দারোগাহাট এলাকার লিয়াকত আলীর ছেলে।

তার কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান নোবেল চাকমা।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বাংলানিউজকে জানান, আবদুল আলিম প্রকাশ আবদুল হালিম প্রকাশ বাল্লাইয়ার বিরুদ্ধে নগরের সদরঘাট ও ডবলমুরিং থানায় ১৫টির মতো মামলা রয়েছে।

রুহুল আমীন জানান, সদরঘাটের বিভিন্ন এলাকায় রিকশা আরোহী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই করে বেড়ায় আবদুল আলিম প্রকাশ বাল্লাইয়া।

খুলশীতে গুলিবিদ্ধ ছিনতাইকারী

নগরের খুলশী থানার ভাঙারপুল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মামুন উদ্দিন প্রকাশ মামুন (৩৫) নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন।

শুক্রবার (২৪ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, গত ২১ মে বিকেলে ঝাউতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে গণেশ সিংহ নামে একজনের তিন লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় মামুন ও তার সহযোগীরা। এই ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আবু জাহেদ (২৩) ও আরিফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে শুক্রবার ভোররাতে মামুনকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে মামুন ও তার সহযোগীরা।

পরে ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি প্রনব চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।