ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের ইফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের ইফতার মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে নগরের জামালখানের রীমা কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) ইফতার মাহফিলটি পরিণত হয় চট্টগ্রাম জেলার মুক্তিযোদ্ধাদের মিলনমেলায়।

ইফতার ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে খতমে কোরআন, মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজল আহমদ আল কাদেরি।

জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিনের তত্ত্বাবধানে ইফতার আয়োজনে অংশ নেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মেট্টোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, নগর বিশেষ শাখার ডেপুটি পুলিশ কমিশনার মো. আবদুল ওয়ারিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, নগর বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মাঈন উদ্দিন, ইউনিলিভার মানবসম্পদ ম্যানেজার তানভীর সরওয়ার, ওয়েলফেয়ার ডিরেক্টর সুনীল বড়ুয়া, ডা. সুশান্ত বড়ুয়া, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর এমরান ভূঁইয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবদুল হাই, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক যুগ্ম মহাসচিব শরিফ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক প্রমুখ।

অংশ নেন জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার একেএম সরওয়ার কামাল, নগর ডেপুটি কমান্ডার ছৈয়দুল হক চৌধুরী ছৈয়দ, অর্থ কমান্ডার আবদুর রাজ্জাক, প্রচার কমান্ডার নাছির উদ্দিন, দপ্তর কমান্ডার একেএম আলাউদ্দিন, ক্রীড়া কমান্ডার বদিউজ্জামান, পাঠাগার কমান্ডার বোরহান উদ্দিন, জেলা কমান্ডের আহমদ হোসেন, দিলীপ দে, মিরসরাই কমান্ডার কবির আহমদ, সীতাকুণ্ড কমান্ডার আলীম উল্লাহ, রাঙ্গুনিয়া কমান্ডার খায়রুল বশর, রাউজান কমান্ডার আবু জাফর চৌধুরী, হাটাহাজারী কমান্ডার নুরুল আলম, সাতকানিয়া কমান্ডার আবু তাহের, লোহাগাড়া কমান্ডার আকতার আহমদ সিকদার, পটিয়া কমান্ডার মো. মহিউদ্দিন, বোয়ালখালী কমান্ডার মো. হারুন মিয়া, চন্দনাইশ কমান্ডার জাফর আলী হিরু, আনোয়ারার ভারপ্রাপ্ত কমান্ডার ফজল আহমদ, ফটিকছড়ি সাবেক কমান্ডার বোরহান উদ্দিন, সাংস্কৃতিক কমান্ডের আবদুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এআর/টিসি

               

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।