ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে স্টেশনে ময়লা পরিষ্কার করলেন বিভাগীয় কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, মে ২৪, ২০১৯
রেলওয়ে স্টেশনে ময়লা পরিষ্কার করলেন বিভাগীয় কমিশনার রেলওয়ে স্টেশনে পরিদর্শনে যান বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে নিজ হাতে পরিষ্কার করলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে তিনটায় রেলওয়ে স্টেশনে পরিদর্শনে যান তিনি।

এসময় ভাসমান দোকান ও ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন আবদুল মান্নান।

প্ল্যাটফর্ম ও রেল লাইনে পড়ে থাকা পলিথিন, টিস্যু পেপার, চিপসের প্যাকেট, কাগজ ও নোংরা কাপড় দেখে তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করেন। এছাড়া স্টেশনে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনী ব্যানার ও ভাসমান দোকান উচ্ছেদ করতে রেলওয়ের স্টেশন ম্যানেজারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার সৈয়দ ফারুক আহমদ, রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডার ইকবাল হোসেনসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, প্রতিদিন  চট্টগ্রাম থেকে বিভিন্ন ট্রেনের ১২ হাজার টিকিট বিক্রি হচ্ছে। এই টিকিট বিক্রির সাথে আইন-শৃংখলার সম্পর্ক আছে। আছে অর্থনৈতিক, সামাজিক নানান কিছুও।  টিকিট কেনা-বেচা নিয়ে মানুষ কতটা বঞ্চিত হচ্ছে তা আমাদের নজরদারিতে রয়েছে। বাস স্ট্যান্ড গুলোতেও একইভাবে মনিটরিং করা হচ্ছে। এখানে মানুষ লাইনে দাঁড়িয়ে সুশৃংঙ্খলভাবে টিকিট নিচ্ছে। টিকেট কালোবাজারি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, রেল স্টেশন এলাকা পরিষ্কার আছে কিনা তা ঘুরে দেখা এক ধরনের শখ। বিগত দশ বছর আগে রেল স্টেশনগুলো এত পরিষ্কার ছিলনা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের রেলওয়ে স্টেশনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। ময়লা-আবর্জনা নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও না ফেলতে মানুষকে সচেতন করতে হবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।