ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঝড়ো হাওয়ায় কর্ণফুলীতে ডুবেছে লাইটার জাহাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ২৩, ২০১৯
ঝড়ো হাওয়ায় কর্ণফুলীতে ডুবেছে লাইটার জাহাজ ঝড়ো হাওয়ায় কর্ণফুলীতে ডুবেছে লাইটার জাহাজ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: আকস্মিক ঝড়ো হাওয়ায় কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় ‘এমভি সী ক্রাউন’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) ভোররাতে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে ১ হাজার টন পাথর নিয়ে এমভি সী ক্রাউন নামের লাইটার (ছোট) জাহাজটি কর্ণফুলীর দক্ষিণ পাড়ে খালাসের জন্য অপেক্ষা করছিল।

এ সময় আকস্মিক ঝড়ো হাওয়ায় জাহাজটি পাথরের বাঁধে উঠে যায়। এরপর ভেঙে পানিতে পড়ে পানিতে ডুবে যায়।
তবে কেউ হতাহত হননি। ডুবে যাওয়া জাহাজটি লাল পতাকা ও বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে নৌ চলাচল ব্যাহত না হয়।   

ডুবে যাওয়া জাহাজটি আবু তাহেরের মালিকানাধীন মমতা ট্রেডিং এজেন্সির বলে জানান এ শ্রমিক নেতা।  

পাথর, সিমেন্ট ক্লিংকার, কয়লা, ডাল ইত্যাদি খোলা পণ্য নিয়ে আসা বড় জাহাজ বন্দর চ্যানেল ও জেটির গভীরতা কম থাকায় বহির্নোঙরে অপেক্ষা করে। সেখানে ছোট জাহাজে (লাইটার) পণ্য খালাস করে দেশের বিভিন্ন নদীবন্দর ও ঘাটে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।