ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ গ্রেফতার ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৯, মে ২৩, ২০১৯
অস্ত্রসহ গ্রেফতার ছিনতাইকারী গ্রেফতার ছিনতাইকারী

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় সাইফুল ইসলাম ইমন (২৩) নামে এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।

গ্রেফতার সাইফুল ইসলাম ইমন গোপালগঞ্জ জেলার পোপিনাথপুর এলাকার মো. ছিদ্দিকের ছেলে।

তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া বলেন, আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টারের সামনে ছিনতাই করার জন্য অপেক্ষা করছিল দুই ছিনতাইকারী।

খবর পেয়ে পুলিশ সাইফুল ইসলাম ইমন নামে এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় আরও এক ছিনতাইকারী পালিয়ে যায়।

তিনি জানান, দৌড়ে পালাতে গিয়ে সাইফুল ইসলাম ইমন সামান্য আহত হন। পরে সাইফুল ইসলাম ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।