ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভেজাল তেল কারখানায় গোয়েন্দা পুলিশের হানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, মে ২৩, ২০১৯
ভেজাল তেল কারখানায় গোয়েন্দা পুলিশের হানা ১৪১০ বোতল ভেজাল তেলসহ গ্রেফতার এক

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি থানার কুলগাঁও এলাকা থেকে ১ হাজার ৪১০ বোতল ভেজাল তেলসহ মো. আলাউদ্দিন (২২) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২২ মে) কুলগাঁও বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির।

গ্রেফতার মো. আলাউদ্দিন ভোলা জেলার দক্ষিণ আইছা বাজার এলাকার মহব্বেল ফরাজীর ছেলে।

মো. আলাউদ্দিনসহ একটি চক্র কুলগাঁও এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে ভেজাল তেল বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করে বিক্রি করে থাকে বলে জানিয়েছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বাংলানিউজকে জানান, কুলগাঁও এলাকায় বাসা ভাড়া নিয়ে ভেজাল তেল প্যাকেটজাত করে বিক্রি করে আসছে একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত আরও একজন পলাতক রয়েছে।

মো. আলাউদ্দিনের কাছ থেকে ১ হাজার ৪১০ বোতল ভেজাল তেল উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই মোমিনুল হাসান।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।