ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কিরিচসহ গ্রেফতার দুই ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, মে ২৩, ২০১৯
কিরিচসহ গ্রেফতার দুই ছিনতাইকারী কিরিচসহ গ্রেফতার দুই ছিনতাইকারী

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর ইসহাকের পুল এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ মে) তাদের গ্রেফতার করা হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

গ্রেফতার দুইজন হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি এলাকার শাহেদ আলীর ছেলে রমজান (১৯) ও বরিশাল জেলার রাজাপুর এলাকার মজিবর রহমানের ছেলে ইমন (২০)।

ওসি মো. নেজাম উদ্দিন জানান, মিয়াখান নগর ইসহাকের পুল এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।