ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুরি করে ওয়াসার পানি বিক্রির দায়ে কারাদণ্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৯
চুরি করে ওয়াসার পানি বিক্রির দায়ে কারাদণ্ড

চট্টগ্রাম: নগরের ইপিজেড নাবিক কলোনি এলাকায় চুরি করে ওয়াসার পানি বিক্রির দায়ে একজনকে চার দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

একই কারণে আরও দু’জনকে দশ হাজার টাকা অর্থদন্ড ও বিল বকেয়া রাখায় একাধিক সংযোগ বিচ্ছিন্ন এবং মোটর জব্দ করা হয়েছে।

বুধবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহার বাংলানিউজকে বলেন, ওয়াসার পানি চুরি করে বিক্রির দায়ে তিনজনকে অর্থ ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।