bangla news

ট্রেনের টিকিট পেয়ে ‘যুদ্ধজয়ে’র হাসি

জমির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২২ ১১:০০:৪০ এএম
ট্রেনের টিকিট পেয়ে যুদ্ধজয়ের হাসি। ছবি: উজ্জ্বল ধর

ট্রেনের টিকিট পেয়ে যুদ্ধজয়ের হাসি। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রথম কাউন্টার থেকে টিকিট নিলেন ফরিদা ইয়াসমিন। ক্যামেরার দিকে টিকিটটি দেখিয়ে দিলেন যুদ্ধজয়ের হাসি। সেই ভোর চারটা থেকে দাঁড়িয়েছিলেন টিকিটের জন্য। অবশেষে মিললো সোনার হরিণ।

তিনি বাংলানিউজকে বলেন, ভোর সাড়ে তিনটায় সেহেরী খেয়ে স্টেশনে চলে আসি। এরপরও স্টেশনে এসে দেখি লাইনে দাঁড়িয়ে আছে অনেকে। প্রায় ১০০ জনের পেছনে ছিলাম। তাই সন্দেহ ছিল, টিকিট পাব কি-না। কারণ গতবার এক ঘণ্টা যেতে না যেতেই টিকিট শেষ হয়ে গেছে বলে কাউন্টার থেকে ঘোষণা দেয়া হয়।

ট্রেনের টিকিট নিতে রেলস্টেশনে ভিড়। ছবি: উজ্জ্বল ধরশুধু ফরিদা ইয়াসমিন নন, যারা টিকিট নিতে পেরেছেন তারা বিজয় চিহৃ দেখিয়েছেন। অন্যদিকে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে অভিযোগও কম ছিল না।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ঘুরে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ যাওয়ার সময় টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলেন। এসময় যাত্রীরা তাকে একগাদা অভিযোগ শুনিয়েছেন।

মাসুদ সরকার নামে এক যাত্রী বলেন, সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাত্র ৬জন টিকিট পেয়েছে।কাউন্টারে খুব ধীরগতিতে কাজ চলছে। এতো সময় নেয়ার টিকিট প্রত্যাশীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ট্রেনের টিকিট নিতে রেলস্টেশনে ভিড়। ছবি: উজ্জ্বল ধরসৈয়দ ফারুক আহমদ তাকে আশ্বস্ত করে বলেন, ৫০ শতাংশ টিকিট অ্যাপসে দিলেও বাকি সব টিকিট এ লাইনে দেওয়া হবে। তাই চিন্তার কোনো কারণ নেই। টিকিট পাবেন।

সাব্বির হোসেন, ভোর চারটা থেকে দাঁড়িয়ে আছেন। তিনি অভিযোগ করেন, গতকাল রাত থেকে অ্যাপসে অনেক চেষ্টার পরও টিকিট পাননি। ফলে ভোরে স্টেশনে এসে লাইনে দাঁড়াতে হয়েছে।

এ বিষয়ে সৈয়দ ফারুক আহমদ বলেন, এসএসসি পরীক্ষার রেজাল্টের সময় অনলাইনে ডিস্টার্ব করে। কারণ সবাই একসঙ্গে রেজাল্ট জানার জন্য ঢুকে। ঠিক অ্যাপসেও সবাই টিকিট কাটার জন্য ঢুকছে, তাই সার্ভার ডাউন। তবুও বিষয়টি নিয়ে রেলওয়ে কাজ করছে।

ট্রেনের টিকিট হাতে উচ্ছ্বসিত যাত্রী। ছবি: উজ্জ্বল ধরএর আগে সাংবাদিকদের ব্রিফিংকালে সৈয়দ ফারুক আহমেদ বলেন, এবার ভিআইপি টিকিট সংরক্ষণ করা হচ্ছে না। তাই অ্যাপসসহ সবমিলিয়ে ১২ হাজার টিকিট দেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র‌্যাবের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ২২, ২০১৯
জেইউ/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম ঈদে বাড়ি ফেরা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-22 11:00:40