ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাইফ পাওয়ারটেকের করপোরেট ইফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, মে ২২, ২০১৯
সাইফ পাওয়ারটেকের করপোরেট ইফতার মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম ইদ্রিস। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: পবিত্র রমজান উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সাইফ পাওয়ার গ্রুপের করপোরেট ইফতার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ মে) নগরের টাইগারপাসের নেভি কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টম হাউস, শিপিং এজেন্ট, বার্থ অপারেটর, ব্যাংক-বিমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিতরা অংশ নেন।

ইফতারে অংশ নেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ, চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন, অহিদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ, সচিব মো. ওমর ফারুক, পরিচালক (পরিবহন) এনামুল করিম, বন্দর সিবিএ সাধারণ সম্পাদক রফি উদ্দিন সিদ্দিকী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু প্রমুখ।

সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।

কোরআন ও হাদিসের আলোকে রমজানের তাৎপর্য আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন চন্দ্রঘোনা বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম ইদ্রিস।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন, প্রতিবছর পবিত্র রমজানে ইফতার মাহফিলের আয়োজন করি আমরা। এতে চট্টগ্রাম বন্দর সম্পর্কিত ব্যবসায়ীদের মিলনমেলা বসে, মতবিনিময় হয়। এর ফলে পারস্পরিক আলাপ-আলোচনার মধ্য দিয়ে কস্ট অব ডুয়িং বিজনেস কমিয়ে দেশকে সমৃদ্ধ করার পথ সুগম হয়। সবচেয়ে বড় কথা, সবাই একসঙ্গে মোনাজাতে শরিক হতে পারি।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ২১, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।