ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভারতে পাচারকালে তিন রোহিঙ্গা ও এক দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ২০, ২০১৯
ভারতে পাচারকালে তিন রোহিঙ্গা ও এক দালাল আটক

চট্টগ্রাম: ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা ও এক দালালকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (১৯ মে) রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।

রেলওয়ে পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, রেলওয়ে স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তাদের ভাষা সন্দেহ হলে সঙ্গে থাকা দালাল স্বীকার করে, তাদেরকে ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিল। তিন রোহিঙ্গার মধ্যে বাবা- মা ও তাদের ১৭ বছরের এক মেয়ে রয়েছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে দালাল জানায়- সে একজন গরু ব্যবসায়ী। তাদেরকে সিলেটের কানাইঘাট দিয়ে ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল।

বিস্তারিত দুপুর ১২টায় রেলওয়ে থানায় সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ২০, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।