ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি শিক্ষার্থীর পা ভাঙার ঘটনায় রেলের তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ১৯, ২০১৯
চবি শিক্ষার্থীর পা ভাঙার ঘটনায় রেলের তদন্ত কমিটি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ছাত্র রাইয়্যান আলমকে পিটিয়ে পা ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (১৯ মে) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তাবাহিনীর প্রধান ইকবাল হোসেন।

তিনি বলেন, শিগগির তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

১৭ মে বিকেলে ক্যাম্পাস যাওয়ার উদ্দেশে বটতলী স্টেশনে অপেক্ষামান একটি ট্রেনের বগিতে উঠেন রাইয়্যান।

পরে রেলওয়ের নিরাপত্তা কর্মী মশিউর রহমান মুসা তাকে ট্রেন থেকে নেমে যেতে বলেন। রাইয়্যান নামতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করেন ওই নিরাপত্তাকর্মী। পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রাইয়্যানের পা ভেঙে গেছে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।