bangla news

চট্টগ্রামে ব্যাংকের ৬টি শাখায় মিলবে নতুন নোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৯ ২:৫৬:০০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ২২ মে থেকে নতুন নোট ও মুদ্রা বিনিময় কর্মসূচি শুরু করছে। নগরের কোতোয়ালী মোড়ের বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের ৩টি কাউন্টার ও বাণিজ্যিক ব্যাংকের ৬টি শাখায় ৭ দিন নতুন নোট পাওয়া যাবে।

নির্ধারিত শাখাগুলো হচ্ছে-ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পোর্ট কানেকটিং রোড শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হালিশহর শাখা, ব্যাংক এশিয়া লিমিটেডের অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেডের বহদ্দারহাট শাখা, ব্র্যাক ব্যাংক লিমিটেডের বন্দরটিলা শাখা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কাটিরহাট শাখা।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নুরুল আমীন বাংলানিউজকে জানান, জনপ্রতি ১০০, ৫০, ২০, ১০ টাকা মূল্যমানের এক প্যাকেটে ১৮ হাজার টাকার নতুন নোট বিনিময়মূল্যের মাধ্যমে দেওয়া হবে। কেউ চাইলে কাউন্টার থেকে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এআর/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-19 14:56:00