ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্নীতি ঠেকাতে শপথের আহ্বান মেয়র নাছিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, মে ১৯, ২০১৯
দুর্নীতি ঠেকাতে শপথের আহ্বান মেয়র নাছিরের বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে শুধু রোজা রাখলে হবে না। রোজা রাখার পাশাপাশি নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। সমাজের সব স্তরে দুর্নীতি ঠেকাতে শপথ নিতে হবে। তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন তা ফলপ্রসূ হবে।

শনিবার (১৮ মে) কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

নগর আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অতিথিরা।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/al-bg220190518212326.jpg" style="margin:1px; width:100%" />

আ জ ম নাছির উদ্দীন বলেন, ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।

তবে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে যারা ইন্ধন দিচ্ছে তারা এখনও নিশ্চিহ্ন হয়নি। এ অপশক্তিকে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে বয়কট করতে হবে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী।

নগর আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অতিথিরা।  ছবি: বাংলানিউজ

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় ইফতার মাহফিলে অংশ নেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, এমএ রশিদ, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।