ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি মসলার মোড়কে ভেজাল মসলা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, মে ১৮, ২০১৯
বিদেশি মসলার মোড়কে ভেজাল মসলা! বিদেশি নামি মসলার মোড়কে ঢুকানো হচ্ছে ভেজাল মসলা

চট্টগ্রাম: হাটহাজারীর সরকারহাট এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় জগন্নাথ বাড়ি এলাকার একটি কারখানা থেকে প্রায় ১০০ কেজি ভেজাল ও নিম্নমানের চা-মসলা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ছোট এক রুমের এ কারখানায় দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে এসব ভেজাল চা-মসলা ভরে বাজারজাত করা হচ্ছিলো।

তিনি বলেন সিলন চা, মির্জাপুর চা, রাঁধুনি সরিষার তেল, রাঁধুনি হালিম মিক্সড, রাঁধুনি পায়েস মিক্সড, বিদেশি ব্ল্যাক টাইগারসহ অন্তত ২০টি ব্রান্ডের নকল পণ্য বানানো হচ্ছিলো এ কারখানায়। অভিযানের খবর পেয়ে মালিক পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।