ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাল টাকা বিক্রির দায়ে আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, মে ১৮, ২০১৯
জাল টাকা বিক্রির দায়ে আটক ৪ জাল টাকা বিক্রির দায়ে আটক ৪

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার শুভপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে জাল টাকা বিক্রির দায়ে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) সকালে স্থানীয় আলী আকবর হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক চার ব্যক্তি হলেন- মো. জয়নাল প্রকাশ রাসেল (২৭), মো. সুজন (১৯), মো. সোহেল (২২) ও হামিদ হোসেন মাসুদ (১৬)।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ হাজার জাল টাকাসহ জাল নোট চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। ঈদকে সামনে রেখে বাজারে জালনোট বিক্রি করছিলো তারা।

তিনি বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে বাজারে জালনোট বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।