bangla news

পুলিশের সোর্স পরিচয়ে ইয়াবা বিক্রিকালে গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৫ ৫:৪৪:৩০ পিএম
গ্রেফতার মো. জহিরুল ইসলাম

গ্রেফতার মো. জহিরুল ইসলাম

চট্টগ্রাম: জহিরুল ইসলাম পুলিশের কাছে গিয়ে পরিচয় দিতেন অন্য সংস্থার সোর্স এবং অন্য সংস্থার কাছে পরিচয় দিতেন পুলিশের সোর্স হিসেবে। এর আড়ালে তিনি বিক্রি করতেন ইয়াবা।

বুধবার (১৫ মে) জহিরুল ইসলামকে ইয়াবাসহ গ্রেফতারের পর এসব তথ্য জানায় পুলিশ।

নগরের বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ মীর ফিলিং স্টেশনের সামনে থেকে জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

গ্রেফতার মো. জহিরুল ইসলাম (৪৫) বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল আমিন চৌধুরী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

ওসি মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, জহিরুল ইসলাম পুলিশের কাছে গিয়ে পরিচয় দিতেন অন্য সংস্থার সোর্স এবং অন্য সংস্থার কাছে পরিচয় দিতেন পুলিশের সোর্স হিসেবে। এর আড়ালে তিনি ইয়াবা বিক্রি করতেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-15 17:44:30