bangla news

অভিযোগ জানতে হটলাইন চালু ওয়াসার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৫ ৪:২৯:১৭ পিএম
....

....

চট্টগ্রাম: গ্রাহকসেবা সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা হটলাইন সেবা চালু করেছে।

বুধবার (১৫ মে) সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।

এ সময় এমডি বলেন, এ সেবার চালুর ফলে গ্রাহকগণ সহজে ওয়াসার বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য জানতে পারবেন। হটলাইনে ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন এবং পানি প্রাপ্তির হালনাগাদ সময়সূচি সম্পর্কে অবগত থাকতে পারবেন।

হটলাইন নম্বর: ০৯৬১২৫০০৮০০। পরবর্তীতে শর্টকোড ভিত্তিক (৫ ডিজিট) হটলাইন সার্ভিস চালু করা হবে বলে ওয়াসার পক্ষে জানানো হয়।

উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সচিব ড. পীযূষ দত্ত, প্রধান প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজউদ্দৌলাহ, সিস্টেম এনালিষ্ট শফিকুল বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এসইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম চট্টগ্রাম ওয়াসা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-15 16:29:17